মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার নির্দেশে দেশকে মাদক,সন্ত্রাস,চাদাঁবাজ ও জঙ্গীবাদমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে ও দেশকে কলংকমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে দেশ থেকে মাদক চোরাকারবারীদের নির্মূল করার ঘোষণায় নড়েচড়ে বসেন প্রশাসন।প্রধানমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেন প্রশাসন।
অনুসন্ধানে জানা যায়, আইনশৃংখলা বাহিনী ইয়াবা ও মাদক দ্রব্য উদ্ধার করার সময় পাচারকারীরা গ্রেপ্তার হলেও আন্ডার গ্রাউন্ডে থাকা থাইংখালী রহমতেরবিল গ্রামের মৃত ফরিদ আহম্মদ ও সাবেক ইউপি সদস্য নুর বানু মেম্বারের পুত্র সীমান্তের অপরাধ জগত ও ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রক সোহেল প্রকাশ ইয়াবা সোহেল, বালুখালী আব্দুল মজিদের পুত্র এলাকার চিহ্নিত অস্ত্রধারী জাহাঙ্গীর প্রকাশ ইয়াবা জাহাঙ্গীর, থাইংখালী রহমতেরবিল গ্রামের মোহাম্মদের পুত্র শাহাজান প্রকাশ মাছ শাহজান, থাইংখালী তাজনিমারখোলা গ্রামের আব্দুল গফুরের পুত্র রফিক প্রকাশ ইয়াবা রফিক, থাইংখালী জামতলী এলাকার নুর আহম্মদের পুত্র গফুর আলম, হিজোলীয়া তেলীপাড়া গ্রামের মোহাম্মদের পুত্র নুরুল আবছার প্রকাশ ইয়াবা আবছার, মন্সুর আলীর পুত্র আকতার মিয়া প্রকাশ ইয়াবা আকতার, ইসলাম ড্রাইভারের পুত্র নুরুল হাকিম প্রকাশ ইয়াবা হাকিম, থাইংখালী হাকিম পাড়া গ্রামের হামিদুল হকের পুত্র হুমায়ুন প্রকাশ ইয়াবা হুমায়ুন, থাইংখালী আশাড় পাড়া গ্রামের হেলাল, হিজোলীয়া এলাকার আলী আহম্মদের পুত্র সিএনজি মোকতার প্রকাশ ইয়াবা মোকতার, একই এলাকার মীর জাফার প্রকাশ ইয়াবা জাফর, উখিয়া দারোগা বাজারের উত্তম বিশ্বাস, থাইংখালী রহমতেরবিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোস্তাফিজ, থাইংখালী জামতলী এলাকার দর্জি ইউনুছ, রতœাপালং ইউনিয়নের রুহল্লার ডেবা গ্রামের ইয়াবা জাহাঙ্গীর, থাইংখালী রহমতেরবিল গ্রামের কলিমুল্লাহ বলির পুত্র কামাল উদ্দিন প্রকাশ ইয়াবা কামাল, সদ্য জেল ফেরত ইয়াবা ফারুকের মত ইয়াবা গড ফাদারদের আইনশৃংলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করছেনা। যার ফলে সীমান্তের ইয়াবা ও মাদক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সীমান্তের ইয়াবা পাচারের সাথে জড়িতদেরকে দেখা মাত্র গুলি না করলে দেশ থেকে ইয়াবা পাচারের মত জঘন্য এ ব্যবসা কখনো রোধ করা সম্ভব না। অবাধে ইয়াবা পাচারের ফলে যুবসমাজ থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যারা ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বর্নিভর দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছেন। কিন্তু সে দেশের শিক্ষিত /অশিক্ষিত যুবসমাজ আজ মাদকের সাথে মিশে গেছে। এ ছাড়াও একটি মহল দেশকে অকার্যকর রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে চিহ্নিত করতে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। আইনশৃংলা বাহিনী উক্ত জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের দমনে অভিযান অব্যাহত রেখেছে। উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে বিশেষ করে মাদক দ্রব্য এদেশে ঢুকে পড়ছে। উক্ত জঙ্গীবাদ, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের আরো কঠোর হস্তে দমন করতে হবে। আজকাল দেখা যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরাও মরণ নেশা ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হচ্ছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের সাথে জড়িতদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হবে ।
এই সংবাদটি 3684 বার পঠিত হয়েছে
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন
নরসিংদীর ডিসি ঢাকা ও ময়মনসিংহে শ্রেষ্ঠ বরগুনা-পুরাকাটা সড়ক সরু হওয়ায় পাশাপাশি গাড়ী ক্রসে সমস্যা র্দূঘটনার ঝুঁকিতে বাস ও যাত্রীরা আ’লীগের মনোনয়ন বড় কথা নয় বঙ্গবন্ধুর আদর্শ লালন করাই আমার স্বার্থকতা ইয়াবা কারবারিকে দেখা মাত্র গুলি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু
নওগাঁয় ১শত বস্তা সরকারি ভিজিডির চাল উদ্ধার
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ২০ জন,মোট মৃত্যু তিন হাজার ২৩৪ জনের
সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরের ট্রাকে ফেনসিডিল,চালক গ্রেফতার
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু,মোট মৃত্যু ২ হাজার ৫২ জন
শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo