বুধবার তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল জিম্বাবুয়ের। ৩০ ওভারে ৮৭ রান তুলে নেয় সফরকারীরা। ক্যারিয়ারের পঞ্চম ও বাংলাদেশের বিপক্ষে নিজের দ্বিতীয় অর্ধশত রান তুলে জিম্বাবুয়েকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান হ্যামিলটন মাসাকাদজা। সঙ্গে ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।
মধ্যাহ্ন বিরতির পর সফরকারী শিবিরে আঘাত করেন সাকিব আল হাসান। টেলর ৩৭ রানে শর্ট লেগে মুমিনুলের হাতে তালুবন্দি হন। ৪ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৩৭ রান করেন টেলর। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকেও টিকতে দেননি সাকিব। বাহাতি এই স্পিনারের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে তালুবন্দি হন আরভিন। ১৭ রান করেন তিনি। এরপর সাকিবের তৃতীয় শিকারে পরিণত হন এলটন চিগম্বুরা। ব্যক্তিগত ১ রানে তিনি সাজঘরে ফেরেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২২১রান।মাসাকাদজা অপরাজিত ৯৮।
বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ২৪৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ক্রিজে ৮৯ রানে অপরাজিত আছেন মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান চাকাবা। বুধবার ৫৩ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। মধ্যাহ্ন বিরতির আগে ৩০ ওভারে ৮৭ রান তুলে নিয়েছে সফরকারীরা। তবে দিনের শুরুতেই দুবার জীবন পান ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মাসাকাদজা। দিনের প্রথম ওভারে ব্যক্তিগত ১৫ রানে রুবেলের বলে স্লিপে শুভর হাতে এবং দ্বিতীয় ওভারে ১৯ রানে তাইজুলের বলে একই জায়গায় শুভর হাতে জীবন পান। দুটি ক্যাচ ছেড়ে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন শামসুর রহমান শুভ। সকালের সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য ব্রায়ান চারির উইকেট। প্রথম টেস্টের নায়ক তাইজুলের বলে ব্যাক্তিগত ২৫ রানে মিড অফে ক্যাচ দেন চারি। ৯২ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন ডানহাতি এই ওপেনার। এর আগে মঙ্গলবার দিনের শেষ প্রান্তে তাইজুলের বলে এলবিডাব্লিউর শিকার হয়েছিলেন সিকান্দার রাজা (১১)। সোমবার প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৩৩ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ১৩৭ ও তামিম ইকবাল ১০৯ রান করেন। ৫৬ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে।
এই সংবাদটি 1685 বার পঠিত হয়েছে
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ৬২/১
১৩৭ বছরের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ জিম্বাবুয়ে ২২১/৫,সাকিবের ৩ উইকেট ২য় ইনিংসে হোঁচট খেল বাংলাদেশ টংগিবাড়ী এসপি কাপ ৫-০ গোলে আব্দুল্লাপুর ফাইনালে
শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেপ্তার
মায়োর্ককে ৩-০ গোলে উড়িয়ে স্প্যানিশ লিগে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ
আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করার কোনও কারণ নেই
টানা ৬ ম্যাচ জিতে স্প্যানিশ লা লিগায় শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ
ওয়ানডে ক্রিকেটে এই শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান
টেনিস তারকা নোভাক জকোভিচ স্ত্রীসহ করোনামুক্ত হলেন
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo