কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানি বেড়ে ২ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৩৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে ঠেকেছে। এর মধ্যে নতুন করে প্রাণ গেছে ৫৫ জনের। এতে করে এ পর্যন্ত ২ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৬২৫ জন।
ব্রিফিংয়ের করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন অধ্যাপক নাসিমা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা মোকাবিলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমী ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এ সময় ধূমপান ত্যাগ করতে হবে। কারণ, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, করোনাভাইরাসের করোনা আক্রান্ত মায়ের দুধপানে শিশুর করোনা আক্রান্ত হওয়ার কোনো তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি। অর্থাৎ, শিশুকে দুধপান করানো যাবে। তবে, এই সময়ে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।
এদিকে আজ রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৮৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৯১ হাজার ৮০ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৩৪৬ জনের। এ নিয়ে করোনারায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন মানুষ।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ লাখ ৪০ হাজার ৮৩ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৬৭ জন।বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৪৩ লাখ ৫০ হাজার ৮০৪ জন এবং গুরুতর অসুস্থ্য ৫৮ হাজার ৫৩০ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন।সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১২ লাখ ৬০ হাজার ৪০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আক্রান্তের ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৩৬৫ জন। এখন পর্যন্ত ব্রাজিলে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে তৃতীয় অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন। আর মারা গেছেন ১০ হাজার ২৭ জন।অপরদিকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় উঠে এসেছে ৪ নম্বরে। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১৯ হাজার ২৭৯ জনের।ভারতে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৬২ জন।
এই সংবাদটি 278 বার পঠিত হয়েছে
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন
নরসিংদীর ডিসি ঢাকা ও ময়মনসিংহে শ্রেষ্ঠ বরগুনা-পুরাকাটা সড়ক সরু হওয়ায় পাশাপাশি গাড়ী ক্রসে সমস্যা র্দূঘটনার ঝুঁকিতে বাস ও যাত্রীরা আ’লীগের মনোনয়ন বড় কথা নয় বঙ্গবন্ধুর আদর্শ লালন করাই আমার স্বার্থকতা ইয়াবা কারবারিকে দেখা মাত্র গুলি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু
নওগাঁয় ১শত বস্তা সরকারি ভিজিডির চাল উদ্ধার
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ২০ জন,মোট মৃত্যু তিন হাজার ২৩৪ জনের
সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরের ট্রাকে ফেনসিডিল,চালক গ্রেফতার
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু,মোট মৃত্যু ২ হাজার ৫২ জন
শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo