কবিতা লেখার ছলে আমি আমার গল্প বলি।
দূর আকাশের অগণন তারায় তোমায় খুঁজি।
সব ভুলে অন্য ভূবনে ফেরা
রং রেখা তুলিতে বুনি নকশীকাঁথা।
কি ভাবে নিজেকে চেনাব ভাবি মনে মনে
রংধনুর সাত রং খেলা করে আমার সনে।
যতিচিহ্ন দিওনা, প্রশ্ন করো।
শব্দে শব্দে গেঁথে আছে সে জবাব
তুমি কি তা জানো?
এমন প্রখর রৌদ্র দিনে
মেঘলা আকাশের মতো কেন মুখ ভার?
মার্জিন ভেঙে বেরিয়ে পড়ো
আছে অঢেল সুখ সম্ভার।
রাতের নক্ষত্ররাজি থেকে কিছু সুখ কুড়িয়ে এনেছিলাম ;
পুতে ছিলাম প্রেমের হাস্নাহেনা,বেলি আর দোপাটির চারা
আমার ভালবাসার জমিতে।
শব্দের সাজানো ভান্ডার উজার করে দিয়েছি।
মনোবিহঙ্গের ডানায় চাঁদের হলুদ লাগিয়েছি।
পুষ্পে পুষ্পে দেহ সাজিয়েছি
দ্যাখতো কেমন লাগে?
বন্ধু আইডি-৪৬১
এই সংবাদটি 47 বার পঠিত হয়েছে
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo