আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৬৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৫৭ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ১২০ জনের। এ নিয়ে করোনারায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫ লাখ ২৪ হাজার ৮৮ জন মানুষ।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখ ৪০ হাজার ৮২৭ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ০১ লাখ ১২ হাজার ৫২৯ জন।বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৪২ লাখ ৬২ হাজার ৬০৮ জন এবং গুরুতর অসুস্থ্য ৫৮ হাজার ১৩৩ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন।সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১১ লাখ ৯১ হাজার ৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আক্রান্তের ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জন আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত ব্রাজিলে ৯ লাখ ১৬ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে তৃতীয় অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ১৬৫ জন। আর মারা গেছেন ০৯ হাজার ৬৮৩ জন।অপরদিকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৯৭৮ জন।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় উঠে এসেছে ৪ নম্বরে। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ১৬৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১৮ হাজার ২২৫ জনের।ভারতে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৯০২ জন।
স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ১৮৩ জন, মৃত্যু ২৮ হাজার ৩৬৮ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।
পেরুতে মোট আক্রান্ত ২ লাখ ৯২ হাজার ৪ জন, মোট মৃত্যু ১০ হাজার ৪৫ জন আর সুস্থ্য হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৭ জন।
চিলিতে মোট আক্রান্ত ২ লাখ ৮৪ হাজার ৫৪১ জন।মোট মৃত্যু ৫ হাজার ৯২০ জনের এবং সুস্থ্য হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ২৪৭ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭৫৬ জন। মৃতের সংখ্যায় তৃতীয় দেশটিতে মারা গেছেন ৪৩ হাজার ৯৯৫ জন।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন।দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮১৮ জনের মৃত্যু হয়েছে।আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৮৩ জন।
মেক্সিকোতে মোট আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার ৫১১ জন।মোট মৃত্যু ২৯ হাজার ১৮৯ জনের এবং সুস্থ্য হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৯৩ জন।
ইরানে মোট আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ৮৬৩ জন।মোট মৃত্যু ১১ হাজার ১০৬ জনের এবং সুস্থ্য হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৮ জন।
পাকিস্তানে মোট আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ৮০৯ জন।মোট মৃত্যু ৪ হাজার ৪৭৩ জনের এবং সুস্থ্য হয়েছেন ০১ লাখ ৪ হাজার ৬৯৪ জন।
তুরস্কে মোট আক্রান্ত ০২ লাখ ০২ হাজার ২৮৪ জন।মোট মৃত্যু ৫ হাজার ১৬৭ জনের এবং সুস্থ্য হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন।
সৌদিআরবে মোট আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন।মোট মৃত্যু ১ হাজার ৭৫২ জনের এবং সুস্থ্য হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন।
জার্মানিতে মোট আক্রান্ত ১ লাখ ৯৬ হাজার ৭১৭ জন।মোট মৃত্যু ৯ হাজার ৬৪ জনের এবং সুস্থ্য হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩০০ জন।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৬১ জন। মারা গেছেন ২ হাজার ৮৪৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৮১ হাজার ৯৯৯ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৩৭৮ জন।মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৮৭৫ জন এবং সুস্থ্য হয়েছেন ৭৬ হাজার ৮০২ জন।
এদিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯২৬ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ হাজার ৪৪২ জন।
এই সংবাদটি 67 বার পঠিত হয়েছে
নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে স্টকহোম প্রবাসীদের মানববন্ধন
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে ইউনিয়নভিত্তিক পঞ্চবার্ষিক পরিকল্পনা জরুরী নিরাপদ সড়ক চাই এর ২২ বছর, কি অর্জন? নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে তাতে পরিবর্তন হচ্ছে
প্রযুক্তি, কারিগরি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে
বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার ৩৭৬ জন,মোট মৃত্যু ১২ লক্ষ ১১ হাজার ৩০০ জনের
আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো সরকারের চ্যালেঞ্জ-সেতুমন্ত্রী
কোভিড ১৯ঃ বিশ্বে ২৪ ঘন্টায় সুস্থ্ ১ লাখ ৯ হাজার ২৬৭ জন,মোট সুস্থ ৬৪ লাখ ৪০ হাজার ৮৩ জন
পর্যায়ক্রমে শ্রমিকদের ঈদের ছুটি ছুটি প্রদানে বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহবান কাদেরের
‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo