আজ (সোমবার) বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি, কারিগরি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে।
ভোগবিলাস নয়, আদর্শ নিয়ে পথ চলতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু পাঠ্যবই নয়, এর বাইরেও পড়াশোনা করার তাগিদ দেন তিনি।
দেশের সবচেয়ে বৃহৎ ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে গণভবণ থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের দলীয় সংগীতের সাথে কেক কেক কাটা হয়।
জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাকে বহুমুখী করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তি, কারিগরি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে।
করোনাকালে ছাত্রলীগের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগবিলাস নয়, আদর্শ নিয়ে পথ চলতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, করোনা শিক্ষা দিয়েছে অর্থ, বিত্ত, বৈভবের কোন মূল্য নেই।
শুধু পাঠ্যবই নয়, এর বাইরেও পড়াশোনা করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে শান্তির চর্চা করতে হবে এবং প্রগতির পথে এগিয়ে যেতে হবে।
এই সংবাদটি 13 বার পঠিত হয়েছে
নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে স্টকহোম প্রবাসীদের মানববন্ধন
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে ইউনিয়নভিত্তিক পঞ্চবার্ষিক পরিকল্পনা জরুরী নিরাপদ সড়ক চাই এর ২২ বছর, কি অর্জন? নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে তাতে পরিবর্তন হচ্ছে
প্রযুক্তি, কারিগরি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে
বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার ৩৭৬ জন,মোট মৃত্যু ১২ লক্ষ ১১ হাজার ৩০০ জনের
আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো সরকারের চ্যালেঞ্জ-সেতুমন্ত্রী
কোভিড ১৯ঃ বিশ্বে ২৪ ঘন্টায় সুস্থ্ ১ লাখ ৯ হাজার ২৬৭ জন,মোট সুস্থ ৬৪ লাখ ৪০ হাজার ৮৩ জন
পর্যায়ক্রমে শ্রমিকদের ঈদের ছুটি ছুটি প্রদানে বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহবান কাদেরের
‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo