Friday, December 14, 2018
Login
Username
Password
  সদস্য না হলে... Registration করুন
গুগলে ‌‌‌‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে চলে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নাম                  ট্রেন দুর্ঘটনায় তুরস্কে অন্তত সাতজন নিহত                 ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দলীয় নেতৃত্ব প্রশ্নে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন                 ব্রাজিলের একটি ক্যাথলিক গির্জায় গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে                 পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি                 পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি                 তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে ৩ জন নিহত                 ‘ইয়োলো ভেস্ট’ সংকটের প্রেক্ষাপটে ফ্রান্সে জরুরি অবস্থা জারি                 ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিতব্য ব্রেক্সিট ভোট আজ হচ্ছে না                 মৃত্যুর আগে জামাল খাশোগির শেষ কথা ছিল, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’                 ফ্রান্সে খোদ প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে                 উপসাগরীয় দেশগুলোর জোট- গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের বার্ষিক সম্মেলন                

বিশ্ব সংবাদ


নিজেকে বিশ্বের সবচেয়ে বেশি উত্যক্তের শিকার বলে দাবি করেছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প
সকালের আলো প্রতিবেদক :
সময় : 2018-10-12 14:39:11

 বিশ্বের সবচেয়ে বেশি উত্যক্তের শিকার বলে দাবি করেছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘বিশ্বে আমি সবচেয়ে বেশি উত্যক্তের শিকার।’

বৃহস্পতিবার এবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। 

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে গত সপ্তাহে প্রথমবারের মতো এক সফরে আফ্রিকার কয়েকটি দেশে গিয়েছিলেন মেলানিয়া। তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি।

এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘বি বেস্টের’ প্রসঙ্গওটি উঠে আসে। এসময় মেলানিয়া বলেন, ‘আমি বলতে পারি, বিশ্বে আমি সবচেয়ে বেশি উত্যাক্তের শিকার।’

উপস্থাপক টম এললামাস এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্যক্তের শিকার?’

জবাবে মেলানিয়া বলেন, ‘অন্যতম, যদি আপনি সত্যিকারার্থে দেখেন লোকজন আমার সম্পর্কে তাহলেই বুঝতে পারবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প তার পরামর্শ নেন কিনা জানতে চাইলে মেলানিয়া বলেন, ‘আহ! এমনটা যদি হতো। তিনি আমার কথা শোনেন। তারপর নিজের যেভাবে ভালো লাগে সেই অনুযায়ী কাজটা করেন।’

হোয়াইট হাউজের কিছু লোককে তিনি বিশ্বাস করেন না বলেও জানান মেলানিয়া। এ ব্যাপারে তিনি ট্রাম্পকে ‘সৎ পরামর্শও’ দিয়েছিলেন বলে জানান ফার্স্টলেডি। এই পরামর্শের পর ট্রাম্প কি করেছিলেন জানতে চাইলে মেলানিয়া বলেন, ‘কিছু লোক আর সেখানে কাজ করছে না।’

সকল মন্তব্য

মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।

সকালের আলো

Sokaler Alo

সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা

সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক

৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত

মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত

Developed by IT-SokalerAlo     hit counters Flag Counter